৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, পুলিশে নিয়োগ, এএসআই নিয়োগ, কনস্টেবল, চিঠি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সংসদ নির্বাচন ,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে বৃহৎ পরিসরে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্মতিপত্র পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসানের সই করা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, “বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড–১৪) পদে রাজস্ব খাতে অস্থায়ীভাবে পদ সৃজনের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।”

তবে এ নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু শর্ত যুক্ত করা হয়েছে। প্রধান শর্তগুলো হলো—

  • অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক যাচাইকৃত বেতন স্কেল অনুসরণ করতে হবে;
  • প্রশাসনিক উন্নয়ন–সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিতে হবে;
  • চার হাজার এএসআই পদ সৃষ্টির আগে সমসংখ্যক কনস্টেবল পদ বিলুপ্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে;
  • পদ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এবারই প্রথমবারের মতো চার হাজার এএসআই (নিরস্ত্র) নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুই হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে, আর বাকি দুই হাজার জন পদোন্নতির মাধ্যমে কনস্টেবলদের মধ্য থেকে নির্বাচিত করা হবে।

আরো পড়ুন : বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.