ইসির ৫০ প্রতীকেও ‘না’ — ‘শাপলায়’ অনড় এনসিপি

 

ইসির ৫০ প্রতীকেও না — ‘শাপলায়’ অনড় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ইসি, ৫০ প্রতীক, শাপলা,নির্বাচন,নির্বাচন কমিশন, খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা,

নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে নিজস্ব দাবি ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের পক্ষ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিকল্প প্রতীক বেছে নেওয়ার সময়সীমা থাকলেও দলটি জানিয়েছে, তারা পুনরায় ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করবে।

দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “ইসির দেওয়া ৫০টি প্রতীক আমরা গ্রহণ করছি না। মঙ্গলবার (৭ অক্টোবর) আবারও ‘শাপলা’ প্রতীক চেয়ে চিঠি দেব।”

এর আগে এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রস্তাব করেছিল। পরে তারা সংশোধিত ভাবে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ দাবি জানায়। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালায় এসব প্রতীক না থাকায় ইসি তা বাতিল করে।

ইসির ব্যাখ্যায় বলা হয়, *নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা* অনুযায়ী নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত তালিকার মধ্য থেকে প্রতীক বেছে নিতে হয়। সেখানে ‘শাপলা’ না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক নিতে বলা হয়।

ইসির তালিকায় থাকা ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে— খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা, কাপ-পিরিচ, মোবাইল ফোন, কলম, বাঁশি, টেবিল, ফ্রিজ, হাঁস, হরিণ, হেলিকপ্টার, টিউবওয়েল, দোলনা, ফুটবল, প্রজাপতি, শঙ্খ, মাইক, সোফা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা ইত্যাদি।

তবে এসব প্রতীক প্রত্যাখ্যান করে এনসিপি জানায়, তারা শুধুই ‘শাপলা’ প্রতীক চায় এবং সেই প্রতীকের দাবিতেই অনড় থাকবে।

আরো পড়ুন : দ্রুতই দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব — বিবিসি বাংলাকে তারেক রহমান

ইসি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে মোট ১১৫টি প্রতীক রয়েছে—এর মধ্যে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ কোনো প্রতীকই অন্তর্ভুক্ত নয়। তাই এই প্রতীক বরাদ্দ দেওয়ার আইনগত সুযোগ নেই।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.