বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে অন্যায় করলে তার বিচার দেশের আইন অনুযায়ীই হবে। আইনই সিদ্ধান্ত নেবে কে দোষী, আর অন্যায়কারীর বিচার হওয়া অনিবার্য—সে ব্যক্তি হোক বা দল।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিদেশে আসেন। তখন মা ও ছোট ভাইকে রেখে এসেছিলেন দেশে। আজ তাঁর সেই ভাই নেই, সুস্থ মা-ও নেই। শুধু স্মৃতিতে ভরা বাড়িঘর নয়, পুরো পরিবারই অন্যায়ের শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, এটি কেবল তাঁর পরিবারের কাহিনি নয়—বাংলাদেশের হাজারো পরিবার একইভাবে নির্যাতন, হত্যা ও নিপীড়নের শিকার হয়েছে। এসবের জন্য যারা দায়ী, যারা হুকুম দিয়েছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্ন।
আরো পড়ুন : দ্রুতই দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব — বিবিসি বাংলাকে তারেক রহমান
তিনি আরও বলেন, বিএনপির রাজনৈতিক শক্তির একমাত্র উৎস জনগণ। যারা হত্যা, গুম, খুন, দুর্নীতি ও লুটপাটে জড়িত, জনগণ তাদের সমর্থন করবে না। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোনো দল টিকে থাকবে কি না। তাই তিনি মনে করেন, “সবচেয়ে বড় বিচারক হলো জনগণ।”


No comments