এনসিপি প্রতীক না বাছাই করলে বিকল্প প্রতীক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

এনসিপি প্রতীক না বাছাই করলে বিকল্প প্রতীক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন , কমিশন, ইসি, এনসিপি, প্রতীক, শাপলা, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় তা সরাসরি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এনসিপি যদি নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প প্রস্তাব না দেয়, তবে ১৯ অক্টোবরের পর ইসি নিজেই প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আখতার আহমেদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, তা এখনো কমিশনে উপস্থাপন হয়নি।

আরো পড়ুন: শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি : সারোয়ার তুষার

উল্লেখ্য, শাপলা প্রতীক দাবি নিয়ে এনসিপি শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে ও লিখিত আবেদন দিয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, প্রয়োজনে এ প্রতীক পাওয়ার দাবিতে তারা রাজপথেও নামবেন এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

আরো পড়ুন: হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারির উদ্যোগ

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.