ইসরায়েলি বাহিনীর হেফাজতে ৩৭ দেশের দুই শতাধিক কর্মী

ইসরায়েলি বাহিনীর হেফাজতে ৩৭ দেশের দুই শতাধিক কর্মী

ইসরায়েলি বাহিনীর হেফাজতে ৩৭ দেশের দুই শতাধিক কর্মী

ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে। এসব নৌযানে ৩৭টি দেশের অন্তত ২০১ জন কর্মী ও মানবাধিকারকর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরকির ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকটি দেশের কর্মী ও স্বেচ্ছাসেবক এই তালিকায় অন্তর্ভুক্ত বলে জানা গেছে।

আরো পড়ুন : গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ

আবুকেশেক বলেন, “গ্রেপ্তার অভিযান চললেও আমাদের মিশন থেমে যায়নি। এখনো প্রায় ৩০টি জাহাজ ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা অগ্রাহ্য করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।”

তিনি আরও জানান, ফ্লোটিলার অংশগ্রহণকারীরা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত। তাদের লক্ষ্য হলো গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এজন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার পথে ৩০ নৌযান

এ মানবিক বহরটি গাজায় দীর্ঘদিনের অবরোধ ও খাদ্যসংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য সহায়তা পৌঁছে দিতে বৈশ্বিক উদ্যোগ হিসেবে সংগঠিত হয়েছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন 

No comments

Powered by Blogger.