ঢাকায় আজ যেসব কার্যক্রমসমূহ রয়েছে

ঢাকায় আজ যেসব কার্যক্রমসমূহ রয়েছে

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দিন শুরুর আগে এক নজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি।

বিএনপির কর্মসূচি

সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও প্রতিবাদ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

• সন্ধ্যা ৬টা: শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী উপলক্ষে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রাণিসম্পদ অধিদফতরের কর্মসূচি

• সকাল ৯টা: ফার্মগেটের কৃষি খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে শান্তিপূর্ণ মানববন্ধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ধীন প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় ডেইরি উন্নয়ন প্রকল্পের ৬১ জেলায় নিয়োজিত ৪২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার। মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

• বিকেল ৫টা: বাংলাদেশ সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে হজ প্যাকেজ–২০২৬ সংক্রান্ত প্রেস ব্রিফিং। এতে হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিং
 
বিকেল ৩টা ৪৫ মিনিট: ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া সংক্রান্ত প্রেস ব্রিফিং। এতে ব্রিফ করবেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 


 

No comments

Powered by Blogger.