ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সংলাপ রোববার থেকে শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সংলাপ রোববার থেকে শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে ধারাবাহিক নির্বাচনী সংলাপ আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ের এ সংলাপ শুরু হবে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ প্রতিনিধি অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদদের নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন ৩৩ জন।
তিনি আরও জানান, ইসির এই সংলাপ কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) সরাসরি সম্প্রচার করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও বৈঠক করবে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রক্রিয়া চালু হলেও এ পর্যন্ত বিভিন্ন কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন পুনর্বহালের সুযোগ তৈরি হলেও ইসি এখন পর্যন্ত কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। একই সঙ্গে নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, তারা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।


No comments