কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির এক বিবৃতিতে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় সংগঠনকে জড়িয়ে পরিকল্পিত গুজব ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের একটি বাসা থেকে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মীমের (২১) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী, নোবিপ্রবি ১৮তম ব্যাচের শিক্ষার্থী দীন মোহাম্মদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ এখনও নিশ্চিত করেনি এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর কলহ থেকেই এ ঘটনা ঘটে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে শিবিরকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে শফিক আরমান নামের একজন, যিনি নিজেকে ‘জিয়া সাইবার ফোর্সের মহাসচিব’ পরিচয় দেন, অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। অথচ অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই—তিনি সংগঠনের নেতা বা কর্মী নন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিজেদের দায় এড়াতে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। বিভিন্ন ফেসবুক পেইজ ও প্ল্যাটফর্ম ব্যবহার করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক।

বিবৃতিতে তারা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপপ্রচারকারীদের অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানান। পাশাপাশি, বিএনপির পক্ষ থেকেও এই মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

No comments

Powered by Blogger.