নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে চাপের কাছে নতি স্বীকার করছে। তিনি বলেন, শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার ঘোষণা কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আমরা যখন নিবন্ধনের আবেদন করেছি, তখন সব আইনকানুন অনুসরণ করেই করেছি। কেউ কেউ দাবি করে শাপলা জাতীয় প্রতীক, তাই এটি দেওয়া যাবে না। কিন্তু আইনে এর কোনো ভিত্তি নেই। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এককভাবে এটি জাতীয় প্রতীক নয়। এমনকি জাতীয় ফলসহ জাতীয় প্রতীক-সংশ্লিষ্ট আরও অনেক প্রতীক বিভিন্ন দলের কাছে বরাদ্দ রয়েছে। তাহলে শাপলা কেন দেওয়া হবে না?”
তিনি আরও বলেন, কমিশন দাবি করছে তাদের তালিকায় শাপলা নেই। অথচ তালিকা হালনাগাদ করার দায়িত্বও তাদেরই। কয়েক মাস আগে আবেদন করার পরও তারা তা করেনি। এখন নতুন আবেদন জমা দেওয়ার পরও কেবল অজুহাত দেখানো হচ্ছে। এর মানে হচ্ছে, কোনো চাপের কাছে নতি স্বীকার করেই কমিশন এই অবস্থান নিয়েছে।
তরুণ প্রজন্মের ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সমমনা তরুণদের প্রতিনিধিত্ব করছি। দেশের মানুষ চায় তরুণরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হোক। যদি দলীয় পর্যায়ে ঐক্য গড়ে ওঠে, তাহলে জনগণও স্বয়ংক্রিয়ভাবে একত্রিত হবে।” তিনি জানান, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে এবং এবি পার্টির সঙ্গেও জোটভিত্তিক সমঝোতা এগোচ্ছে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “বিদেশে পাচার করা টাকা দেশে এনে ভাড়া করা মানুষ দিয়ে আওয়ামী লীগ মাঝে মাঝে মিছিল করছে। এগুলো তাদের প্রকৃত শক্তি নয়। যদি সত্যিই জনসমর্থন থাকত, তাহলে জুলাই-আগস্টে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যখন রাস্তায় ছিল, তখন তারা কোথায় ছিল?”
তার দাবি, টাকা দিয়ে ভাড়া করা লোকজন দিয়ে নাটক সাজানো হচ্ছে, কিন্তু জনগণ জানে প্রকৃত আন্দোলন আর ভাড়াটে শোডাউনের পার্থক্য কী। তিনি আরও বলেন, “অভ্যুত্থানের মাধ্যমে যারা গণহত্যা চালিয়েছে, তাদের রাজনৈতিক অধ্যায় শেষ। আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় এখন ইতিহাসে পরিণত হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে - প্রধান উপদেষ্টা
-%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%80%E0%A7%9F%20%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A6%A0%E0%A6%95%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%20%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE.png)

No comments