পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল



নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পিআর পদ্ধতির দাবি কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনের আয়োজনকে প্রভাবিত করবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কর্মশালার শিরোনাম ছিল— ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়।’

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই হবে। “আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সবসময় প্রস্তুত।”

অতীতের অনিয়ম প্রসঙ্গে তিনি আরও বলেন, যেসব ব্যক্তি নির্বাচনে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের এবার দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে।


কর্মশালায় অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.