তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় খাদ্য মজুত করছে সুইডেন

 

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় খাদ্য মজুত করছে সুইডেন

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় খাদ্য মজুতে নামছে সুইডেন

রুশ বাহিনীর ইউক্রেনে অগ্রগতির গতিপথ অব্যাহত থাকলে ২০২৫ সাল কিংবা ২০২৬ সালের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেছে সুইডেন সরকার। সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্য মজুতের ঘোষণা দিয়েছে দেশটি।

সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বোর্ড অব এগ্রিকালচার এক বিবৃতিতে জানিয়েছে:

"বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তেজনাময় হয়ে উঠছে, তাতে বড় ধরনের সংঘাত বা বিশ্বযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এজন্য জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ বিভিন্ন খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এই প্রকল্প বাস্তবায়নে সরকার ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে কয়েকটি খাদ্য গুদাম নির্মাণ করা হবে। প্রতিটি নাগরিক যেন প্রতিদিন অন্তত ৩,০০০ ক্যালরি খাদ্য পায়— সেই অনুযায়ী খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হবে।

সুইডেনের প্রতিবেশী ফিনল্যান্ড জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে দৈনন্দিন জীবন চালাতে হয়, সে বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হবে আগামী মাস থেকে।

এ বিষয়ে রাশিয়ার প্রতিক্রিয়া এসেছে। ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-কে বলেন:

"পশ্চিমা বিশ্ব সবকিছুতেই রুশবিরোধী হিস্টিরিয়ায় ভোগে। খাদ্য মজুত বা প্রশিক্ষণ— এসবই সেই ভয়েরই অংশ। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে?"

No comments

Powered by Blogger.