আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত ৪০

 

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা

স্পিন বোলদাকে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০, আহত ১৭০

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী শহর স্পিন বোলদাক-এ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাতে জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক এবং সবাই বেসামরিক।

স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত। ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্তজুড়ে সংঘর্ষ ও পাল্টা হামলার পর, দুই দেশ ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায়। তবে ১৭ অক্টোবর, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় সেই বিরতির মেয়াদ শেষ হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই এই বিমান হামলা চালায় পাকিস্তান।

হাজি বাহরাম নামের এক আহত ব্যক্তি তোলো নিউজকে বলেন,

"আমি আমার জীবনে এমন অবিচার কখনও দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা আজ নারী, শিশু ও নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে।"

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নিহতদের মরদেহ স্পিন বোলদাকের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে, যেখানে শত শত স্থানীয় মানুষ জানাজা ও দাফনে অংশ নেন।

No comments

Powered by Blogger.