দেশে দুই বছরে দারিদ্র্য বেড়েছে ৯ শতাংশ
দেশে দারিদ্র্য বেড়ে ২৮ শতাংশে, অতি দারিদ্র্য ৯ শতাংশের কাছাকাছি
দেশে দারিদ্র্যের হার আবারও উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমানে প্রতি চারজনের একজন দারিদ্র্যসীমার নিচে বাস করছেন। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি-র সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র দুই বছরের ব্যবধানে দারিদ্র্য বেড়েছে প্রায় ৯ শতাংশ।
বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৫ সালের মে মাসে বেড়ে হয়েছে প্রায় ২৮ শতাংশ। একই সময় অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।
বিশেষজ্ঞদের মতে, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আয় না বাড়া, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকট— এসবই দারিদ্র্য বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে।
পিপিআরসি আরও জানিয়েছে, বর্তমানে দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে— অর্থাৎ তারা যে কোনো সময় দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।
অর্থনীতিবিদদের পরামর্শ অনুযায়ী, দারিদ্র্য নিরসনে শুধু সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়, প্রয়োজন বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পোন্নয়ন।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন,
"ম্যানুফ্যাকচারিং সেক্টরে সুদের হার কমানো হলে উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। স্থায়ী সমাধান একটাই—বিনিয়োগ বাড়াতে হবে।"
সাধারণ অর্থনীতি বিভাগের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে প্রায় চার কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছেন। এর মধ্যে গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার শহরের চেয়ে প্রায় দ্বিগুণ।

No comments