নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকতে হবে : পিএনপি
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)। দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাত দফা দাবির বাস্তবায়ন, নির্বাচন বানচালের চক্রান্তের প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিটন বলেন, “দেশে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে। এতে জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংকট উত্তরণে অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন। ইনশাল্লাহ, ফেব্রুয়ারিতেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—দলের মহাসচিব লায়ন আহমেদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিলেট বিভাগীয় সম্পাদক আবুল কাশেমসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।
আরো পড়ুন: জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্তে সরকার


No comments