নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ আরও সুগম হবে : মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ আরও সুগম হবে  মির্জা ফখরুল, মির্জা রুহুল আমিন, কারবালা মিনি স্টেডিয়াম, ফুটবল টুনামেন্ট,  ব্রেকিং নিউজ,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের পথ আরও সুগম ও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরের কারবালা মিনি স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের পথকে আরও সুন্দর ও সুদৃঢ় করবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি উপস্থিত সবাইকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: উপদেষ্টাদের কল রেকর্ড কারও কাছে থাকা বেআইনি ও ব্ল্যাকমেইলিং : রিজভী

No comments

Powered by Blogger.