বিদেশি কর্মী নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করল মালয়েশিয়া
বিদেশি কর্মী নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করল মালয়েশিয়া। ঘোষণামতে, দেশটিতে সাড়ে ২৪ লাখের বেশি শ্রমিক নেওয়া হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) যৌথ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।
দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞা শেষে ২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হলেও ২০২৩ সালে কোটা অনুমোদন স্থগিত করা হয়। প্রায় দুই বছর পর আবারও নিয়োগ প্রক্রিয়া চালু হলো।
এবার কৃষি, বাগান, খনি, হোলসেল-রিটেল, গুদামজাতকরণ, নিরাপত্তা, ধাতু-স্ক্র্যাপ, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও ভবন পরিষ্কারসহ মোট ১৩ খাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। নির্মাণ খাতে নিয়োগ থাকবে কেবল সরকারি প্রকল্পে সীমিত, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে নতুন বিনিয়োগ প্রকল্পকে।
আরো পড়ুন : মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি
নতুন নিয়মে আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সি। যাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি ও যৌথ কমিটি।
বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বহাল থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত হয়ে যাবে মোট কর্মশক্তির ১০ শতাংশে। বাংলাদেশিদের জন্য কোটা কত হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
আরো পড়ুন : নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ, আজই আবেদন করুন
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments