একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই, বরং একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান যুগের পর যুগ একসঙ্গে বসবাস করছে। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশে প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান হলেও আমরা কখনো ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না।
তিনি আরও বলেন, “আমরা যেমন নিজের ইচ্ছায় জন্মাইনি, তেমনি অন্য ধর্মের অনুসারীরাও নিজেদের পছন্দে জন্মায়নি। আল্লাহই সবাইকে পৃথিবীতে এনেছেন। মানুষকে বিচার-বিবেচনা ও বিবেক দিয়েছেন, যাতে সে নিজেই ধর্ম নির্বাচন করতে পারে।
আরো পড়ুন : প্রতি আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি: সালাহউদ্দিন
দাঈদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধান কোরআন এবং নবী করীম (সা.)-এর দাওয়াত ও কর্মপদ্ধতি মানুষের জীবনে বাস্তবায়ন করা তাদের প্রধান কর্তব্য। সমাজকে সত্য ও সুন্দর পথে অনুপ্রাণিত করাই দাঈদের মিশন হওয়া উচিত।


No comments