বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব নতুন উচ্চতায়- প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব নতুন উচ্চতায়- প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ অক্টোবর) দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে ঘিরে তারা একে অপরকে শুভেচ্ছা জানান।

বার্তায় ড. ইউনূস বলেন, “দুই দেশের জনগণের বন্ধুত্ব গত ৫০ বছরে আরও সুদৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতার মাধ্যমে এসেছে উল্লেখযোগ্য সাফল্য— যা সত্যিই উদযাপনের মতো।” তিনি আরও আশ্বাস দেন, বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন : জাতিসংঘে ড. ইউনূসের সফর: গণতন্ত্র ও মানবিক সংহতির দৃঢ় বার্তা

অভিনন্দন বার্তায় লি কিয়াং বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আমরা উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা, বহুমুখী যৌথ কার্যক্রম এবং কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে প্রস্তুত।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.