খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত : বিএনপি

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত  বিএনপি, রাজনীতি, বিতর্কিত মন্তব্য, খালেদা জিয়া, তারেক রহমান, প্রেস বিজ্ঞপ্তি, BNP,

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্য— ‘ভবিষ্যতে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’—কে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলে স্পষ্ট করেছে বিএনপি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “হেলালুজ্জামান তালুকদার লালুর এই মন্তব্য একান্তই ব্যক্তিগত। দলের নীতি, সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

বিএনপি জানায়, লালু দলীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ না করেই নিজের মত প্রকাশ করেছেন। দলের গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করার আগে যৌথ সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এ ধরনের মন্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, তাই দলের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে এ ব্যাখ্যা দেওয়া হচ্ছে।”

আরো পড়ুন : নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে তারেক রহমান

এর আগে বুধবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ সাক্ষাৎকারে লালু বলেন, “সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.