বিগ বস’খ্যাত সারা খান কাকে বিয়ে করলেন?

 

‘বিগ বস’খ্যাত সারা খান কাকে বিয়ে করলেন,সারা খান,বিনোদন সংবাদ,কৃষ পাঠক, ‘বিগ বস’খ্যাত সারা খান

সংগৃহীত ছবি

এক বছর প্রেমের পর অবশেষে পরিণয়ে আবদ্ধ হলেন অভিনেত্রী ও ‘বিগ বস’খ্যাত সারা খান। সোমবার (৬ অক্টোবর) আদালতে অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

বিয়ের সনদপত্রসহ বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে বিয়ের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সারা খান ও কৃষ পাঠক দুজনেই।

নিজের এক পোস্টে সারা খান লিখেছেন, “আমরা দুই ধর্মের হলেও আমাদের গল্প এক ভালোবাসার।”

জানা গেছে, কৃষ পাঠক হিন্দু ধর্মাবলম্বী এবং সারা খান মুসলিম। ভিন্ন ধর্মের হলেও তারা ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধায় গড়ে তুলেছেন তাদের সম্পর্ক।


এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানায়, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো—নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।


সারা খান জানান, কৃষ পাঠকের ছবি দেখেই তিনি অনুভব করেছিলেন—এই মানুষটি তার কাছে খুবই আপন। সেই অনুভূতির টান থেকেই পরদিন দু’জনের দেখা হয়। প্রথম সাক্ষাতেই সারা স্পষ্ট করে বলেন, “আমি কোনো অস্থায়ী সম্পর্কে বিশ্বাসী নই, আমি চাই একটি স্থায়ী ও আন্তরিক সম্পর্ক।”

উল্লেখ্য, এর আগেও একবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সারা খান। ২০১০ সালে ‘বিগ বস ৪’-এর সেটে ইসলামি রীতি অনুসারে অভিনেতা আলি মার্চেন্টকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি—মাত্র দুই মাসের মধ্যেই দাম্পত্যে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

নতুন করে কৃষ পাঠকের সঙ্গে জীবনের পথচলা শুরু করে সারা বলেন, “জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এবার আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি।” ভক্তরাও তাদের এই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছেন।

নীহার বক্তব্যের মধ্যেই অপূর্ব, ‘আমাকে খুশি করার দরকার নেই

অন্যদিকে কৃষ পাঠক অভিনেতা সুনীল লাহিড়ীর ছেলে, যিনি রামানন্দ সাগরের রামায়ণ-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.