বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার ক্লাবে নাম লেখালেন রোনালদো

 

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার ক্লাবে নাম লেখালেন রোনালদো,ফুটবল,খেলার খবর,আন্তর্জাতিক খবর,ব্রেকিং নিউজ

 নামের পাশে অর্জনের তালিকা যেন শেষই হচ্ছে না। মাঠে অসাধারণ পারফরম্যান্স দিয়ে একের পর এক শিরোপা ও পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরেও অর্জন করলেন নতুন এক মাইলফলক।

এখনো সক্রিয়ভাবে ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের মর্যাদা অর্জন করেছেন রোনালদো।

 
নামের পাশে অর্জনের কমতি নেই। মাঠের পারফরম্যান্স দিয়ে অহরহ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে আরেকটি বড় অর্জনে নাম তুলেছেন তিনি।

এখনো ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তালিকায় নাম লিখিয়েছেন রোনালদো।

সিআর সেভেনের’ সম্পদের হিসাব অর্থনীতি বিষয়ক সংস্থা ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স থেকে জানা গেছে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের হিসাব অনুযায়ী রোনালদোর মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার।  

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ বাদে ফুটবলে জেতা যায় এমন সব পুরস্কারই জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বিলিয়নেয়ারের খাতায় নাম লেখাতে বড় ভূমিকা রাখেছে আল নাসরের সঙ্গে তার সর্বশেষ চুক্তি। জানা গেছে, জুনে করা ওই চুক্তির পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ডলার। এর পাশাপাশি রোনালদোর আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড আরমানি ও স্পোর্টস জায়ান্ট নাইকের সঙ্গে তার চুক্তি।

বিলিয়নেয়ারের আগে অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের কীর্তিও নিজের দখলে রেখেছেন রোনালদো।

শুধু আর্থিক ক্ষেত্রে নয়, গোল এবং ম্যাচ খেলায়ও রোনালদো সবার উপরে। পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল করে তিনি এখন হাজারতম গোলের স্বপ্ন পূরণের পথে রয়েছেন। বয়স ৪০ হলেও, পরিবারের কেউ থামার পরামর্শ দিলেও রোনালদো হাজারতম গোল না করার আগে থামবেন না বলে সম্প্রতি জানিয়েছেন পর্তুগালের এই কিংবদন্তি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার বলেন, “মানুষ, বিশেষ করে আমার পরিবার বলে, এখন তোমার থামার সময় হয়েছে। কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত থামব না।”

তুমি সব কিছু করেছ। কেন তুমি হাজার গোল করতে চাও? আমি নিশ্চিত যখন শেষ করব তখন তা (হাজার গোল) পূরণ করব। আমি সর্বস্ব নিংড়ে দিয়েছি। জানি আমার হাতে খুব বেশি সময় নেই। তবে যা রয়েছে সেটাই উপভোগ করার চেষ্টা করব।’

সাইফের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গতকাল (মঙ্গলবার) আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন রোনালদো। পুরস্কারটির নাম ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’। অনুভূতি জানানোর সময় বলেছেন, ‘এটি ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। এটাকে আমি দেখি বছরের পর বছর প্রচেষ্টা, ডেডিকেশন ও অ্যাম্বিশনের স্বীকৃতি। আমি জিততে পছন্দ করি এবং তরুণ প্রজন্মকে সহায়তা করতে। তারাও আমাকে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে সহায়তা করছে। আমার এখনো খেলাটির প্রতি প্যাশন রয়েছে।’




No comments

Powered by Blogger.