সেপ্টেম্বর মাসে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে
বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার, যা আগের আগস্ট মাসের তুলনায় প্রায় সাড়ে ১৬ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি চলতি বছরের অন্যতম উচ্চ রেমিট্যান্স প্রবাহ। 💰🇧🇩
বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা যায়, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই দেশে আসে ২০৩ কোটি ১০ লাখ ডলার সমপরিমাণ প্রবাসী আয়। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 📈
আগস্ট মাসে প্রবাসী আয় ছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার, আর গত বছরের সেপ্টেম্বরে ছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার। তুলনামূলকভাবে এবারের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে।
ব্যাংক–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় হারও প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। ফলে সাম্প্রতিক কয়েক মাসে রেমিট্যান্স আয় বৃদ্ধি পেয়েছে, যা চলতি সেপ্টেম্বর মাসেও অব্যাহত ছিল।
গত এক বছর ধরে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে রেমিট্যান্সে রেকর্ড হয়—সে মাসে দেশে আসে ৩২৯ কোটি ডলার, যা এখন পর্যন্ত এক মাসে প্রাপ্ত সর্বাধিক প্রবাসী আয়। এরপর আর কোনো মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়ায়নি।
অর্থ পাচার ও হুন্ডি ব্যবসা কমে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের স্থিতিশীল বিনিময় হারকে রেমিট্যান্স বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এসব কারণেই বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ গতিশীল হয়েছে।
🔖 হ্যাশট্যাগসমূহ:
#প্রবাসীআয় #রেমিট্যান্স #বাংলাদেশব্যাংক #অর্থনীতি #ডলার #বিদেশেথেকেআয় #বাংলাদেশ #অর্থপ্রবাহ #রেমিট্যান্সবৃদ্ধি #BangladeshEconomy

No comments