রামপাল বিদ্যুৎকেন্দ্রে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু

 

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্প ভবনের ছাদে কাপড় শুকানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেনাবাহিনীর ১২ সিগন্যাল ব্যাটালিয়নের ৪২ ফিল্ড আর্টিলারিতে সংযুক্ত সৈনিক মো. আরিফ হাসান (২৭) এবং বেসামরিক কর্মচারী হাসিব খান (১৯)।

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের সাপমারী–কাটাখালী ও গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাশকাঠি মৌজায় অবস্থিত মৈত্রী সুপার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি তিনতলা ভবনে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে। সেখানে ছাদের ওপর কাপড় শুকানোর সময় সিগন্যাল সেটের অ্যানটেনার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন। ছাদে বৃষ্টির পানি জমে থাকায় দুর্ঘটনার তীব্রতা বাড়ে।

বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে বেসামরিক কর্মচারী হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে সেনাসদস্য আরিফও বিদ্যুতায়িত হন। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিদ্যুৎকেন্দ্রের হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুকানো কাপড় তুলতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন হাসিব। তাঁকে বাঁচাতে গিয়ে সেনাসদস্য আরিফও আক্রান্ত হন। পরে অপর এক সেনাসদস্য বাঁশ দিয়ে তার সরিয়ে দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.