ক্যাবরেরা নিয়ে সমালোচনার ঝড়, সংযত ভঙ্গিতে প্রতিক্রিয়া বাফুফে সভাপতির

ক্যাবরেরা নিয়ে সমালোচনার ঝড়, সংযত ভঙ্গিতে প্রতিক্রিয়া বাফুফে সভাপতির হ্যাভিয়ের ক্যাবরেরা,বাংলাদেশ ফুটবল, দলবাফুফে সভাপতি তাবিথ আওয়াল,খেলার খবর,আন্তর্জাতিক খবর,আজকের খবর,  সর্বশেষ সংবাদ,ব্রেকিং নিউজ
হ্যাভিয়ের ক্যাবরেরা ও তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত
 

বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে সমালোচনার ঝড় যেন থামছেই না। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় পরাজয়ের পর সেই সমালোচনার তীব্রতা আরও বেড়েছে। কোচের কৌশল, খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে বদলি ব্যবস্থাপনা—সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন সমর্থক ও বিশ্লেষকেরা।

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এগিয়ে থেকেও হেরে যাওয়ায় হতাশা ছড়িয়েছে ফুটবলপ্রেমীদের মাঝে। ফলে ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে সরাসরি প্রশ্ন করা হয়—এই ব্যর্থতার পরও কি ক্যাবরেরা থাকছেন কোচের দায়িত্বে?

তাবিথ আউয়াল সরাসরি উত্তর না দিয়ে সংযতভাবে বলেন, “এখন মন্তব্যের সময় নয়। ম্যাচটা সবে শেষ হয়েছে। অবশ্যই ম্যাচ–পরবর্তী একটি ব্রিফিং হবে, তখন বিস্তারিত আলোচনা করা হবে।”

ম্যাচে বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। ১৩তম মিনিটে হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি–কিকে লাল–সবুজ শিবিরে আসে প্রথম গোল। কিন্তু এরপর টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হংকং। শেখ মোরছালিন ও সামিত সোমের গোলে বাংলাদেশ সমতা ফেরালেও (৩-৩) শেষ মুহূর্তে গোল হজম করে হেরে যায় ক্যাবরেরার দল।

ম্যাচ শেষে হতাশার মাঝেও দলের ইতিবাচক দিকগুলো খুঁজে পেয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘দর্শকের দিক থেকে এটি ছিল উত্তেজনাপূর্ণ ম্যাচ। সাতটি গোল হয়েছে, যা বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফেরাটা দলের মানসিক দৃঢ়তার ইঙ্গিত দেয়। এখন টেকনিক্যাল দিকগুলো বিশ্লেষণ করতে হবে, এবং ভবিষ্যতের পরিকল্পনাও ভাবতে হবে।’

ইনজুরিতে মারুফা, পরবর্তী ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল

আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ও অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আজ দুপুরেই জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোমরা রওনা হবেন পরবর্তী লড়াইয়ের উদ্দেশে।

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.