দুর্দান্ত জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, ফুটবল বিশ্বকাপ, আর্জেন্টিনা ফুটবল, অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ,  নাইজেরিয়া, ক্যারিসো,

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে আলবিসেলেস্তারা।

এদিন দলের হয়ে জোড়া গোল করেন মাহের ক্যারিসো। বাকী দুটি গোল আসে আলেহো সারকো ও সিলভেট্টির পা থেকে।

খেলার শুরুতেই আর্জেন্টিনা প্রতিপক্ষকে চাপে ফেলে। ম্যাচের প্রথম মিনিটেই ডিলান গোলোসিতোর পাস থেকে সারকো গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার এক শটে গোলরক্ষকের পোস্টে লেগে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্যারিসো।

প্রথমার্ধের শেষ দিকে নাইজেরিয়া কিছুটা আক্রমণে ফিরলেও গোলরক্ষক বারবি দারুণ সেভে দলকে ক্লিন শিট ধরে রাখেন।

আরো পড়ুন : বিসিবি নির্বাচন: ক্রিকেট শাটডাউন ঘোষণা

দ্বিতীয়ার্ধে বলের দখল নেওয়ার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় নাইজেরিয়া। বরং ৬৭ মিনিটে ডেলগাডোর পাস থেকে ক্যারিসো আরেকটি গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। শেষ মুহূর্তে সিলভেট্টির দুর্দান্ত ড্রিবল ও নিখুঁত শটে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.