অনলাইন জুয়ায় আসক্ত ছেলের হাতে মা–বাবা খুন

 অনলাইন জুয়ায় আসক্ত ছেলের হাতে মা–বাবা খুন, ময়মনসিংহ, ত্রিশাল উপজেলা, মরদেহ, মা-বাবাকে হত্যা, অনলাইন জুয়া, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত এক ছেলে নিজের মা–বাবাকে হত্যা করে লাশ খাটের নিচে পুঁতে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে রাজু শেখ (৩০)-কে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাতে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ আলী (৬৫) ও বানুয়ারা বেগম (৫৫)।

পরিবার সূত্রে জানা গেছে, রাজু অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বুধবার সকাল ১১টার দিকে প্রথমে মা বানুয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে নিজ ঘরে পুঁতে রাখেন। পরে রাতে বাবা মোহাম্মদ আলীকেও হত্যা করে একই ঘরে মাটিচাপা দেন।

নিহতের মেয়ে জরিনা খাতুন বলেন, বাবার মোবাইল বন্ধ পেয়ে ছোট ভাই রাজুকে ফোন করি। সে জানায়, মা-বাবা বাড়িতেই আছেন, কিন্তু কথা বলতে দিতে চায়নি। তখন সন্দেহ হয়। পরে বাড়িতে গিয়ে দেখি ঘর এলোমেলো। খাটের বিছানা ভেজা কেন জানতে চাইলে সে বলে, পানি পড়েছে। পরে ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে বালু সরাতেই মা-বাবার হাত দেখা যায়।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: রামগঞ্জে মা–মেয়েকে গলা কেটে হত্যা, মালামাল লুট

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, ঘাতক ছেলে রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়ার টাকার জোগান দিতে না পারায় সে বাবা-মাকে হত্যা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.