পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস বিক্ষোভে আটজন নিহত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা চার দিন ধরে বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য এবং পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন।
সংঘর্ষের সূত্রপাত
সোমবার (২৯ সেপ্টেম্বর) আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে নিকটবর্তী শহরগুলো থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো অঞ্চলে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে ঘটনাস্থলের সঠিক চিত্র বাইরে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এ ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বাস্তবে কী ঘটছে তা নিশ্চিতভাবে বলা কঠিন।
আরো পড়ুন : ড. ইউনূস, ট্রাম্প ও শাহবাজকে ‘অসুর’ রূপে ফুটিয়ে তোলা হলো পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে
কাশ্মীর ইস্যুতে পুরোনো দ্বন্দ্ব
কাশ্মীর অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। ১৯৪৭ সালে দেশ দুটি স্বাধীন হওয়ার পর থেকেই এ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সহিংসতা সেই পুরোনো উত্তেজনাকেই আবারও উসকে দিয়েছে।
বিক্ষোভে উত্তেজনা
রয়টার্স প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, মুজাফফরাবাদে এক সেতুর ওপর দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছে। পুলিশের আচরণ ছিল অত্যন্ত মারমুখী।
অন্যদিকে, ইসলামাবাদের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ থামেনি।
জনজীবন স্থবির
বিক্ষোভের প্রতিক্রিয়ায় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল এবং গণপরিবহন বন্ধ রয়েছে। গত চার দিন ধরে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে।
সরকারের প্রতিক্রিয়া
ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের সমন্বয়ে আলাদা তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়। শাহবাজ শরিফ বলেন, “আমরা কাশ্মীরি ভাইদের সমস্যার সমাধানে সর্বদা প্রস্তুত।”
আরো পড়ুন : পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমেই এ সংকট নিরসন সম্ভব।
বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভ আয়োজনকারীদের জোটের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় অধিকারকর্মী শওকত নওয়াজ মীর। তিনি জানান, তাদের আন্দোলন মূলত রাজনীতিবিদ, আমলা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ভোগ-বিলাসের বিরুদ্ধে।
শওকত নওয়াজ স্থানীয় ইউটিউব চ্যানেল *দ্য কাশ্মীর লিংক*-কে বলেন, “আমরা যখন হাসপাতালে ওষুধের দাবি করি, তখন কর্তৃপক্ষ বলে তাদের তহবিল নেই। অথচ বিলাসবহুল জীবনযাপনের জন্য তাদের সবসময় অর্থ থাকে।


No comments