আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন জনবল নিয়োগ, থাকছে একাধিক সুবিধা

আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন জনবল নিয়োগ, থাকছে একাধিক সুবিধা, চাকরি, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আজকের খবর, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, নিয়োগ, জনবল নিয়োগ,

মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সুপারভাইজার ও অফিসার—এই দুই পদে মোট ১২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে এবং চলবে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে বা কুরিয়ারের মাধ্যমে সিভি পাঠাতে পারবেন।

নির্বাচিতদের মাসিক সম্মানীর পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রভিডেন্ট ফান্ড, দুই ঈদে বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

📌 নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদ: সুপারভাইজার (২ জন), 

অফিসার (১০ জন)

যোগ্যতা:

  • সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস
  • বয়স: ২৫–৫০ বছর
  • সংশ্লিষ্ট পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা
  • অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি ও আনসার সদস্যদের অগ্রাধিকার
  • সুপারভাইজার পদে মোটরসাইকেল চালনায় পারদর্শিতা আবশ্যক

💰 বেতন ও সুযোগ-সুবিধা

  • সুপারভাইজার: ১৮,০০০–২২,০০০ টাকা (আলোচনাসাপেক্ষে)
  • অফিসার: ১৩,০০০–১৫,০০০ টাকা (আলোচনাসাপেক্ষে)
  •  থাকা ও খাওয়ার ব্যবস্থা (শর্ত প্রযোজ্য)
  • প্রভিডেন্ট ফান্ড সুবিধা
  • দুই ঈদে বোনাস
  • কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট


📄 আবেদন পদ্ধতি

সরাসরি বা কুরিয়ারে সিভি পাঠানোর ঠিকানা:

আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্লট-সি ৭০, রোড নং ৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২

যোগাযোগ: +৮৮০৯৬১০-০০১০৮৯

📢 আস-সুন্নাহ ফাউন্ডেশনে যোগ দিয়ে মানবসেবার মহৎ কাজে যুক্ত হোন!

আরো পড়ুন: বৈষম্যমুক্ত পে–স্কেল দাবি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২৮ হাজার প্রস্তাব

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.