উপদেষ্টাদের সেফ এক্সিট নয় : আইন উপদেষ্টা

উপদেষ্টাদের সেফ এক্সিট নয়  আইন উপদেষ্টা, ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান,  ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর,

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’-এর কোনো প্রয়োজন নেই, বরং অসুস্থ ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থা থেকে পুরো জাতিরই নিরাপদ বেরিয়ে আসা জরুরি।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’বিষয়ক জাতীয় পরামর্শ সভায় বক্তব্য রাখেন তিনি।

আসিফ নজরুল বলেন, বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে অনেক কথা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই—আমাদের কারও জন্য সেফ এক্সিট দরকার নেই। কিন্তু এমন এক রাষ্ট্রব্যবস্থা, যেখানে বিচারবহির্ভূত হত্যা ঘটে, ব্যাংক লুট হয়, সাধারণ মানুষের আমানত গায়েব হয়ে যায়—সেখান থেকে আমাদের জাতিকেই সেফ এক্সিট খুঁজে নিতে হবে।

তিনি আরও বলেন, গত ৫৫ বছরে যে দুঃশাসনের চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, তা থেকে বেরিয়ে না এলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

আরো পড়ুন: ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.