১৬০টি আসন পাবে জামায়াত : সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের জন্য যে সম্ভাবনার দ্বার খুলে গেছে— তা কোনোদিন কল্পনাও করিনি। এত বড় সুযোগ কিংবা ‘শিপমেন্ট’ আমরা আগে কখনও পাইনি। আমাদের দৃঢ় বিশ্বাস, আসন্ন নির্বাচনে অন্তত ১৬০ আসন অর্জন করা সম্ভব হবে। অথচ একসময় আমাদের আসন ছিল মাত্র ১৮, সর্বোচ্চ ৫০। আলহামদুলিল্লাহ, এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যৌবনের সময়টাকেই কাজে লাগাতে হবে, বার্ধক্যের জন্য অপেক্ষা করা নয়। প্রাক্তন দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বের ওপর আস্থা রাখতে হবে, কারণ তারা সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
আরো পড়ুন : রনির মন্তব্য ক্ষমতা ধরে রাখতে আ. লীগ ভয় ব্যবহার করছে
উদাহরণ টেনে তিনি বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় দাঁড়ানোরও সুযোগ ছিল না, আজ সেই ডাকসুতেই আমরা জায়গা পেয়েছি। আবার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় বামপন্থীদের ঘাঁটি ছিল, সেখানে এখন আল্লাহর কৃপায় আমরা অনেক দূর এগিয়ে গেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং পরিচালনা করেন সেক্রেটারি রাকিব হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
এ ছাড়াও প্রাক্তন নেতাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।


No comments