জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্তে সরকার
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও সময়সূচি নিয়ে মতভেদ ছিল। কেউ চেয়েছিল জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, আবার কেউ চেয়েছিল একই দিনে। শেষ পর্যন্ত প্রস্তুতি, ব্যয় ও সময় বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের পর এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনও অনানুষ্ঠানিকভাবে একই দিনে ভোট আয়োজনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একই দিনে দুই ভোট আয়োজন সময় ও অর্থ সাশ্রয় করবে, তবে প্রশাসন ও নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এ জন্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো জরুরি।
ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী, গণভোটের মূল প্রশ্ন হবে— জনগণ জুলাই সনদ গ্রহণ করবে কি না। ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’-এর মাধ্যমে মত দেবে।
ইসি জানিয়েছে, ফেব্রুয়ারিতে নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন সম্ভব এবং এতে ব্যয়ও কমবে। কমিশন ইতোমধ্যে এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে।
আরো পড়ুন: পিআর পদ্ধতিতে ভোট জনগণের ক্ষমতা সীমিত করবে : মির্জা ফখরুল
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments