রামগঞ্জে মা–মেয়েকে গলা কেটে হত্যা, মালামাল লুট

 রামগঞ্জে মা–মেয়েকে গলা কেটে হত্যা, মালামাল লুট, লক্ষ্মীপুর, রামগঞ্জ, মা-মেয়ে হত্যা, স্বর্ণালংকার, দুর্বৃত্ত, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর,  প্রধান খবর,

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে।

নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা মীম (২০)।

নিহতের ছেলে ফরহাদ হোসেন রাব্বী জানান, “সকালে আমি বাবার সঙ্গে বাজারে দোকানে যাই। রাতে বাড়ি ফিরে দেখি গেট খোলা। ঘরে ঢুকে দেখি সব এলোমেলো। মা ও ছোটবোনকে ডাকলেও সাড়া পাইনি। পরে দোতলায় গিয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।

জুলেখা বেগমের বড় মেয়ের স্বামী গোলাম মর্তুজা মামুন বলেন, কয়েক দিন আগে ফরহাদের বিয়ের জন্য প্রায় ১০ ভরি স্বর্ণ কেনা হয়েছিল। মনে হয় স্বর্ণের লোভেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

পড়ুন: ‘শুধু কোরআন কিচ্ছু না, শুভঙ্করের ফাঁকি’ বিতর্কিত মন্তব্যে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মা–মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে হত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন : Israel and Hamas sign Gaza ceasefire and hostage deal


No comments

Powered by Blogger.