পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগ দিচ্ছে সরকার
বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধি করতে সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে চার হাজার জন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে চার হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড–১৪ পদ সৃজনে সরকারি অনুমোদন প্রদান করা হলো। এই পদগুলো বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।”
শর্ত হিসেবে বলা হয়েছে, নতুন সৃজিত পদগুলো সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করে হালনাগাদ কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।
এছাড়া, অর্থ বিভাগ কর্তৃক জিও (G.O.) জারির তারিখ থেকে এসব পদ কার্যকর হবে এবং ১৯৪৩ সালের বেঙ্গল পুলিশ রেজল্যুশন* অনুযায়ী পদগুলো পূরণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত সব শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে।
আরো পড়ুন: আরো পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ করেছে সরকার



No comments