জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে শিক্ষার সুযোগ দেবে সরকার

জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে শিক্ষার সুযোগ দেবে সরকার, জুলাই যোদ্ধা, গণঅভ্যুত্থানে শহীদ, সরকার, পড়াশোনা, ব্রেকিং নিউজ, সর্বশেষ সংবাদ,

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দেশপ্রেমিকদের পরিবারের সন্তানদের বিনা খরচে শিক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষা সুবিধা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত একটি স্মারকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বরের চিঠির বরাতে এ তথ্য জানানো হয়।

স্মারকে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরো পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ করেছে সরকার


No comments

Powered by Blogger.