অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া বিএনপির মূল দর্শন : মির্জা ফখরুল

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া বিএনপির মূল দর্শন  মির্জা ফখরুল, বিএনপি, মির্জা ফফরুল, বিএনপিতে যোগদান, ব্রেকিং নিউজ, সর্বশেষ সংবাদ,আজকের খবর,

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো ধরনের বিভাজনে বিশ্বাসী নয়—সব ধর্ম, মত ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে **অসাম্প্রদায়িক বাংলাদেশ** গড়ে তোলাই দলের মূল দর্শন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহার নেতৃত্বে প্রায় ৫০ জন ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালেই ‘রেইনবো স্টেট’-এর ধারণা তুলে ধরেছিলেন—যেখানে সব ধর্ম, মত ও পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়েই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে সমাজে বিভাজন ও ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি করেছে। “মানুষ প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চায়,”—বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, “জাতিগত অবস্থান, ভূরাজনৈতিক বাস্তবতা ও নানা প্রভাবের কারণে দেশে বিভাজনের সুযোগ তৈরি হয়েছে, আর কিছু শক্তি সেটি কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি যোগ করেন, “১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম দেশ গড়ার জন্য। এখন ২০২৪-এ আবার নতুনভাবে বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। আমরা চাই, এই ভূখণ্ডে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করুক, এবং সবার মৌলিক অধিকার নিশ্চিত হোক।”

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংখ্যালঘুদের সঙ্গে বিএনপি আছে, ভবিষ্যতেও থাকবে।”

আরো পড়ুন: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

No comments

Powered by Blogger.