সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বগুড়া, মামলা, হত্যাচেষ্টা,

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় আরও ২৫০–৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা মো. আরাফ।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়া শহরের দত্তবাড়ি বড়গোলা সড়কে আসামিরা লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এতে বাদী আরাফসহ অনেকেই গুরুতর আহত হন, তার শরীরে ৪৩টি গুলির আঘাত লাগে বলে দাবি করেছেন তিনি।

আরাফ আরও অভিযোগ করেন, হামলার পর তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। পরে সরকার পতনের পর তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

আরো পড়ুন: মিঠামইনের অঘোষিত রাজা হারুন অর রশীদ 

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল: সজীব ওয়াজেদ জয়

No comments

Powered by Blogger.