হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল: সজীব ওয়াজেদ জয়
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্বীকার করেছেন, হাসিনা সরকারের শুরুর দিকে কিছু ‘ভুল’ হয়েছিল। তবে বিক্ষোভ দমন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে তিনি দ্বিমত প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা *অ্যাসোসিয়েটেড প্রেস* (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, “হ্যাঁ, কিছু প্রাথমিক ভুল হয়েছিল, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে দমন-পীড়নের পথে যায়নি।”
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল, আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হতে পারে। তবে জয় দাবি করেন, স্বাস্থ্য উপদেষ্টাদের তথ্যানুসারে নিহতের সংখ্যা প্রায় ৮০০।
তিনি বলেন, “সব মৃত্যুই দুঃখজনক। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”
তবে জয় সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সিদ্ধান্তকে, যেখানে আন্দোলনে সহিংসতায় জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়েছে।
তার অভিযোগ, “ড. ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের এক ‘উইচ-হান্ট’ শুরু করেছে। এমনকি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও আনা হয়েছে— যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
রাজনৈতিক অস্থিরতা নিয়ে সতর্ক করে জয় বলেন, “দেশে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়, ইসলামপন্থিরা লাভবান হবে এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদে অস্থিতিশীল হয়ে পড়বে।”
তিনি আরও যোগ করেন, “ড. ইউনূস যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কারসাজিপূর্ণ নির্বাচন আয়োজন করেন, তবে সেটি হবে এক প্রহসন। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি।”
আরো পড়ুন: জুলাই আন্দোলনে আ. লীগ সরকারের ভুল স্বীকার করলেন জয়
জয় অভিযোগ করে বলেন, “এখন যা ঘটছে, তা আসলে আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা। এটি ন্যায়বিচারের আড়ালে রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আওয়ামী লীগকে যথেষ্ট সময় ও সুযোগ না দিলে নির্বাচনের ফল জনগণ মেনে নেবে না, আন্তর্জাতিক মহলও তা স্বীকৃতি দেবে না।”
আরো পড়ুন: ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে নামার আহ্বান আমীর খসরুর


No comments