শরীয়তপুরের নারী হত্যায় প্রকাশ পেল নতুন চাঞ্চল্যকর তথ্য
শরীয়তপুরে রহস্যজনক নারী হত্যাকাণ্ডের মূল হোতা রিপন মোল্লাকে রাজধানীর কেরানীগঞ্জের হোসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, রিপন মোল্লা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের মৃত সোনাই মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
র্যাবের তথ্য অনুযায়ী, নিহত নারীর ঘরে থাকা ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গত ২১ অক্টোবর দুপুরে শরীয়তপুর শহরের রূপনগর এলাকার ভাড়া বাসা থেকে ৩৫ বছর বয়সী নাজমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। হত্যার পর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের ভাই দ্বীন ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পালং মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে র্যাব প্রথমে একই বাসার ভাড়াটিয়া বিল্লাল হোসেনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত রিপন মোল্লাকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় রিপনের কাছ থেকে উদ্ধার করা হয় লুট হওয়া এক জোড়া স্বর্ণের বালা, নগদ সাড়ে সাত হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে শরীয়তপুরের পালং মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার দিন সকালেই নিরব স্কুলে যাওয়ার পর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বাসায় ঢুকে নাজমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। পরে স্কুল শেষে বাড়ি ফিরে নিরব মায়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে পুলিশকে খবর দেন।
রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত: খন্দকার মোশাররফ
র্যাব-৮ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত আরেকজন সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি


No comments