পিআর নিয়ে আন্দোলন-ভোট বিলম্বই মূল উদ্দেশ্য: মির্জা ফখরুল

পিআর নিয়ে আন্দোলন-ভোট বিলম্বই মূল উদ্দেশ্য: মির্জা ফখরুল, আজকের খবর, বিএনপি, পিআর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নির্বাচন, সর্বশেষ সংবাদ, বিএনপি মহাসচিব, ব্রেকিং নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে যে আন্দোলন চলছে, তার প্রকৃত লক্ষ্য হলো নির্বাচন আটকালানো। রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বহুদিন ধরে নির্বাচন প্রক্রিয়া সংস্কারের বিষয়ে আলোচনা চলমান। যা বিষয়ে সংস্কার কমিশন সিদ্ধান্ত নিলো বা যে প্রস্তাব রাখছে—এসবের অনেকটাই বিএনপির ৩১ দফার মধ্যে আগে থেকেই রয়েছে। তিনি জানান, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিষয়টি নিয়ে সনদে স্বাক্ষর করা হবে এবং যে বিষয়গুলোতে রায় মিলেনি সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেটের মাধ্যমে সমাধান করা হবে।

তিনি আরো বলেন, নতুন পিআর পদ্ধতি সম্পর্কে জনমনে কি পর্যাপ্ত ধারণা আছে—এটা নিয়েও প্রশ্ন আছে। তিনি জানান, সংস্কার কমিশন নয়, কিছু রাজনৈতিক দলই এই পিআর প্রস্তাবটি উত্থাপন করেছে। পিআর নিয়ে কথাবার্তা ও আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন টালিয়ে দেওয়া। জনগণ পিআর স্বীকার করবে না—বিএনপি আগেই এ কথা জানিয়েছে—এটি জোর করে চাপিয়ে দিলে মানুষ সেটি মেনে নেবে না।

মির্জা ফখরুল জানান, জনগণ এমন একটি নির্বাচন চান যার প্রতিফলে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসে নিজেদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। মাত্র ১৪ মাসের মধ্যে রাতারাতি কোনো সংস্কার বাস্তবায়িত হবে—এমন একরকম দাবি জনগণ বিশ্বাস করে না; তারা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। তিনি আরও বললেন, বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা রাখে; ভোট হবে এবং জনগণ পরীক্ষা-নিরীক্ষিত দলকেই বেছে নেবে।

দেশের মানুষের কাছে যে গণতান্ত্রিক সুযোগ এসেছে তা যেন আর হারিয়ে না যায়—এমন আবেদন জানিয়ে তিনি সতর্ক করলেন যে কিছু মহল মানুষের স্মৃতিকে বিকৃত করার চেষ্টা করছে। একাত্তরের ইতিহাস স্মরণ করে আজ দেশের ভবিষ্যত সাজানোর স্বপ্ন দেখার অধিকার জনগণের আছে এবং দেশের মানুষের মধ্যে ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতাও রয়েছে—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন: দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামার আহ্বান ফখরুলের

No comments

Powered by Blogger.