দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামার আহ্বান ফখরুলের
বিএনপিকে দুর্বল করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য। কিন্তু আমরা সেই ষড়যন্ত্রে বিভ্রান্ত হব না।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। বিএনপি সংস্কারের জন্মদাতা দল। জিয়াউর রহমানের উদ্যোগেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, কিছু মহল নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়ছি। এখন দেশ পরিচালনা করছে আমলারা, অথচ জনগণ চায় একটি নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন।
বিএনপি শতভাগ নিরপেক্ষ সরকার চায় উল্লেখ করে ফখরুল বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না— জনগণও তা মেনে নেবে না।
আরো পড়ুন: বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়: মির্জা ফখরুল
ভারতের ভূমিকা নিয়ে তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের মানুষের বিপদ ডেকে আনে— সীমান্ত হত্যা, পানির হিস্যা, এমনকি নির্বাচনে হস্তক্ষেপও তার প্রমাণ। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা হয়। জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানসহ দলের নেতারা বক্তব্য দেন।
আরো পড়ুন: বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ


No comments