ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা

 

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাময়িক কারাগার, কারাগার, সেনানিবাস,  আজকের খবর, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ,

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা–১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ৫৪১(১) ধারার ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894)–এর ধারা ৩(বি) অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন ‘এম ই এস’ বিল্ডিং নং–৫৪–কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সেনাসদর থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে— তাঁদের মধ্যে 

  • ৯ জন অবসরপ্রাপ্ত, 
  • একজন এলপিআরে, 
  • ১৫ জন বর্তমানে কর্মরত।

চার্জশিট দাখিলের পর গত ৮ অক্টোবর সেনাসদর থেকে নির্দেশ দেওয়া হয়, এলপিআর ও কর্মরত ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে রিপোর্ট করতে হবে। ৯ অক্টোবরের মধ্যে সবাই সাড়া দেন, তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে পাওয়া যায়নি।

হাকিমুজ্জামান জানান, “তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি।” বর্তমানে বাকি ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তাঁরা পরিবার থেকে পৃথক অবস্থায় রয়েছেন।

আরো পড়ুন: অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.