দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ
রাজধানী ও চট্টগ্রামে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের জানান, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে। বর্তমানে কেপিআই এলাকাগুলোর নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে।”
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে মৌখিক নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি জেলা পর্যায়েও কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত রয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী নিয়মিত টহল, প্রতিবেদন প্রেরণ, সিসিটিভি নজরদারি, যানবাহন অনুসন্ধান আয়না ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশনা কার্যকর রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা অনলাইন।
আরো পড়ুন: ফখরুলের বিবৃতি শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ডে ব্যবস্থা জরুরি



No comments