হেফাজতে ইসলাম এখন অভিভাবকের ভূমিকায়: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম এখন শুধু একটি ধর্মীয় সংগঠন নয়, বরং সমাজের সকল শ্রেণির জন্য একপ্রকার পরামর্শক বা অভিভাবকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, হেফাজত কথা বললে সেটি ধর্মীয় কিংবা সামাজিক দিক ছাড়াও রাজনৈতিক প্রভাব ফেলেই থাকে। তারা সবার জন্য দিকনির্দেশনা দিচ্ছে—এটা আমরা ইতিবাচকভাবেই দেখি।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে হেফাজতে ইসলামের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, অনেকে প্রশ্ন তোলেন—হেফাজতের কেউ কেউ কেন নির্বাচনে অংশ নিতে চান? প্রশ্নটা অযৌক্তিক নয়। কারণ হেফাজত রাজনৈতিক দল নয়, কিন্তু এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছে। তাই তাদের পরামর্শ সমাজের জন্য প্রাসঙ্গিক। আমরা সেখান থেকে শিখি, শুনি, প্রয়োজনে গ্রহণও করি।
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, উনি অত্যন্ত পরিমিতভাবে ইসলাম, দেশ, সমাজ ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট যে—সবচেয়ে আগে বাংলাদেশ। আর এই ভাবনার মধ্যেই নিহিত আছে গণতন্ত্র, মানবিকতা ও সামাজিক ন্যায়বোধ।
সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহের। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবীসহ স্থানীয় নেতারা।
আরো পড়ুন: ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে- রুমিন ফারহানা
সভা শেষে বক্তারা হেফাজতে ইসলামের সামাজিক দায়িত্ব, শিক্ষা কার্যক্রম ও ধর্মীয় মূল্যবোধের প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


No comments