শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

 

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর, শান্তিতে নোবেল, ভেনেজুয়েলা, নোবেল পুরস্কার 2025

ভেনেজুয়েলার বিরোধীদলীয় ও গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামে তার অবিচল ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের অসলোতে নোবেল কমিটি ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মাচাদোর নাম ঘোষণা করে। কমিটি এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের আহ্বানে তিনি যেভাবে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, তা বিশ্বজুড়ে অনুপ্রেরণার উদাহরণ।-

মাচাদোর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম

১৯৬৭ সালে জন্ম নেওয়া মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার অন্যতম জনপ্রিয় বিরোধীদলীয় নেতা। তিনি ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষিত এবং Vente Venezuela** নামে একটি উদারপন্থি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট হুগো শাভেজের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।

২০১৪ সালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। পরে তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মাদুরো সরকার, যাতে তিনি নির্বাচনে প্রার্থী হতে না পারেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই

২০২৩ সালের বিরোধীদলীয় প্রাথমিক নির্বাচনে মাচাদো বিপুল ভোটে বিজয়ী হন। তবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না পারায় তিনি তার দলের পক্ষ থেকে **এডমুন্ডো গনজালেজ**কে সমর্থন দেন।

এই সময় তিনি প্রশাসনের নজরদারিতে ছিলেন এবং কয়েক দফায় রাজনৈতিক হয়রানির শিকার হন।

তবুও তিনি দেশজুড়ে গণতন্ত্র, মুক্ত নির্বাচন ও মানবাধিকারের পক্ষে আন্দোলন চালিয়ে যান।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা মাচাদোর প্রশংসা করেছেন। তারা বলেছেন, এ পুরস্কার ভেনেজুয়েলার গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতীক।

অন্যদিকে, নিকোলাস মাদুরো সরকার পুরস্কার ঘোষণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে।

মারিয়া কোরিনা মাচাদোর প্রতিক্রিয়া

পুরস্কার ঘোষণার পর এক বিবৃতিতে মারিয়া কোরিনা মাচাদো বলেন,

  • এই পুরস্কার আমার জন্য নয়— এটি ভেনেজুয়েলার মানুষের, যারা ভয় ও নিপীড়নের মধ্যেও স্বাধীনতার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে আমাদের বিজয় অবধারিত।

নোবেল কমিটি জানায়, ডিসেম্বর মাসে অসলোতে আনুষ্ঠানিকভাবে তাকে পদক ও সনদ প্রদান করা হবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.