বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে  তারেক রহমান, সংসদ নির্বাচন, নির্বাচনের খবর, আজকের খবর, ভাইরাল নিউজ, সর্বশেষ সংবাদ,

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের নিরাপত্তা ও অগ্রগতির জন্য প্রয়োজন সঠিক ও আধুনিক শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, আর সেই প্রতিভাকে বিকশিত করতেই শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আজকের যুগ জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির। এ সময়ের চাহিদা অনুযায়ী পুরো শিক্ষাব্যবস্থাকে আধুনিকভাবে সাজানো ছাড়া বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতকে সময়োপযোগী করে পুনর্গঠন করা হবে।”

দলীয় ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ইতোমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, “এই টিম শিক্ষাব্যবস্থার কাঠামোগত সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

এদিকে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য বিশেষ পদ সৃষ্টির ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করা হবে। যে জাতি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে দৃঢ় থাকে, তাকে পরাজিত করা যায় না।”

আরো পড়ুন: কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন

তিনি আরও বলেন, “বিগত সময়ে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতাহীন জাতি কখনো শক্তিশালী জাতি হিসেবে টিকে থাকতে পারে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব হবে।”

আরো পড়ুন: ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন হাসনাত, নুরের অভিযোগে পাল্টা জবাব

No comments

Powered by Blogger.