বিভাজন নয়, ঐক্যই বিজয়ের পথ — ডা. জাহিদ

 বিভাজন নয়, ঐক্যই বিজয়ের পথ — ডা. জাহিদ, বিএনপি, ময়মনসিংহ, ভালুকা উপজেলা, ডা. জাহিদ হোসেন, ব্রেকিং নিউজ, সর্বশেষ সংবাদ,আজকের খবর, ভাইরাল নিউজ, নির্বাচন,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হবে, ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আপনারা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের পথে চলুন। মনে রাখবেন, বিভাজন কোনোভাবেই জয় এনে দিতে পারে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সামনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

গফরগাঁও উপজেলায় বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের কুলখানিতে যোগ দিতে যাওয়ার পথে ভালুকায় থামেন ডা. জাহিদ।

আরো পড়ুন: কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন: বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে : তারেক রহমান

No comments

Powered by Blogger.