ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন হাসনাত, নুরের অভিযোগে পাল্টা জবাব
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অভিযোগের জবাবে তাকে ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৫ অক্টোবর) দৈনিক *যুগান্তর* আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নুর দাবি করেন, “ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি বা ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে।”
এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি ডিসি-এসপি পদায়নে কোনো ধরনের সুপারিশ করেছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”
এর আগে বক্তব্যের শুরু থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপিকে একযোগে সমালোচনা করেন নুর। তিনি বলেন, “মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা) বলছেন, সচিবালয় বা প্রশাসনের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও বিচারপতি নিয়োগে প্রভাব খাটিয়েছে। তাহলে তো তিন দলই ভাগাভাগি করেছে—তিন দলই প্রধান উপদেষ্টার কাছে তালিকা দিয়েছে।”
এনসিপির ‘শাপলা’ প্রতীক চাওয়ার বিষয়েও আপত্তি জানান নুর। তাঁর ভাষায়, “গেজেটে যেহেতু শাপলা প্রতীক নেই, শিক্ষিত মানুষ হয়ে এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো মানে হয় না।”
আরো পড়ুন: প্রশাসন এখন যেন ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ


No comments