গাজা অভিমুখে শহিদুল আলমের সাহসী পদক্ষেপে তারেক রহমানের প্রশংসা

গাজা অভিমুখে শহিদুল আলমের সাহসী পদক্ষেপে তারেক রহমানের প্রশংসা


গাজামুখী আন্তর্জাতিক ফ্লোটিলায় যোগ দিয়ে মানবিক সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই সাহসী উদ্যোগকে গভীর শ্রদ্ধা ও প্রশংসা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, “গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ কেবল সংহতির প্রকাশ নয়, এটি মানবতার পক্ষের এক দৃপ্ত ঘোষণা— এক বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা হাতে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন, এ দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে, এবং মানবতার এই লড়াইয়ে সব সময় থাকবে।”

আরো পড়ুন : ইউরোপজুড়ে গাজার অবরোধ বিরোধী বিক্ষোভ, কোথাও সহিংসতা

উল্লেখ্য, গাজার তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার লক্ষ্যে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)-এর মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছেন শহিদুল আলম। এই ফ্লোটিলা বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-এর অংশ, যা ইসরায়েলের অবৈধ অবরোধ অমান্য করে গাজায় সরাসরি ত্রাণ ও বার্তা পৌঁছে দিতে কাজ করছে।

শুক্রবার জাহাজ ‘কনশান্স’ থেকে এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমরা প্রতিজ্ঞাবদ্ধ— আমরা গাজায় পৌঁছাবই, কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।”

‘কনশান্স’ জাহাজটি এফএফসি ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)-এর যৌথ উদ্যোগে পরিচালিত, যেখানে বিশ্বের নানা দেশের অধিকারকর্মীরা মানবিক সহায়তা ও ন্যায়বিচারের পক্ষে একত্র হয়েছেন।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.