প্রধান উপদেষ্টা ও এক ওসিকে হত্যার হুমকি - যুবলীগ নেতা

প্রধান উপদেষ্টা ও এক ওসিকে হত্যার হুমকি, যুবলীগ নেতা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালীর বিরুদ্ধে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি এ ঘটনায় জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিঠুন ঢালী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় একটি গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে থানা এলাকায় মহড়া চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালালে, মাইকিং করে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়। তবে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।

এরপর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে গত ২ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০–৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন মিঠুন ঢালী। শুক্রবার দুপুরে তিনি বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা তথ্যও ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন : গাজা অভিমুখে শহিদুল আলমের সাহসী পদক্ষেপে তারেক রহমানের প্রশংসা

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম কালবেলা-কে বলেন, মিঠুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি সরাসরি আমাকে হত্যার হুমকি দিয়েছেন— এজন্য জিডি করা হয়েছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাকে আইনের আওতায় আনবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.