শহিদুল আলম ও গাজার পাশে আছি—থাকব : ড. মুহাম্মদ ইউনূস

শহিদুল আলম ও গাজার পাশে আছি—থাকব ড. মুহাম্মদ ইউনূস

ফিলিস্তিনের গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ সকল অংশগ্রহণকারীর নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি— এবং সবসময় থাকব।”

ড. ইউনূস বলেন, “২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১০৭ দিন কারাভোগের সময় শহিদুল আলম যেমন অদম্য সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা দেখিয়েছিলেন, গাজার উদ্দেশ্যে এই মানবিক মিশনেও তিনি সেই একই মনোবল নিয়ে অংশ নিয়েছেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনা ও মানবতার প্রতীক।”

তিনি আরও বলেন, “গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমি যেমন বলেছিলাম— মানবতার দীর্ঘ সংগ্রামে অর্জিত অগ্রগতি ধ্বংস করা হচ্ছে, আর এর সবচেয়ে ভয়াবহ চিত্র আজ দেখা যাচ্ছে গাজায়।”

আরো পড়ুন : গাজা অভিমুখে শহিদুল আলমের সাহসী পদক্ষেপে তারেক রহমানের প্রশংসা

গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “সেখানে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা, নির্বিচারে হত্যার শিকার হচ্ছে নিরীহ বেসামরিক মানুষ। হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ পুরো অঞ্চল যেন মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে। এই মানবিক বিপর্যয়ে আমরা নীরব থাকতে পারি না।”

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.